ক্রীড়া ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

পরিস্থিতি বুঝে লঙ্কানদের দল

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই দুঃস্বপ্ন এখনো লঙ্কানদের তাড়িয়ে বেড়াচ্ছে। ভাগ্য সেই লাহোরেই নিয়ে যাচ্ছে লঙ্কানদের। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের মঞ্চটা যে ওখানেই। কিন্তু ম্যাচটা ঠিকঠাক হবে কি না সেটা এখানো অনিশ্চয়তার মুখে। বোর্ডের সঙ্গে কেন্দ্রিয় চুক্তিতে থাকা লঙ্কানরা সেখানে যেতে অপারগতা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী ডি মওদুদীর এমনটাই জানিয়েছেন। তবে এখনই ওই ম্যাচের জন্য দল ঘোষণা করবে না তারা। পরিস্থিতি বুঝেই লাহোর ম্যাচের দল দেবেন লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। গতকাল তৃতীয় ওয়ানডে খেলেছে তারা। ওয়ানডে সিরিজ শেষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। পরের ম্যাচটি লাহোরে হওয়ার কথা। কিন্তু এরমধ্যেই শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা ম্যাচটা না খেলার কথা জানান। তার সঙ্গে বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থাকা ক্রিকেটাররাও সুর মেলান। না খেলার ব্যাপারে তারা চিঠি দেন বোর্ডকে। নাটকীয়তার পর দলের কোচিং স্টাফ, বোর্ডেওর কর্তা এবং খেলোয়ার সবাই নাকি পাকিস্তানে যেতে রাজি হয়েছেন বলে খবর ডনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist