নিজস্ব প্রতিবেদক

  ২৮ এপ্রিল, ২০২৪

স্থানীয় সরকারমন্ত্রীর চীন সফর

সহযোগিতার ক্ষেত্র খুঁজে বিনিয়োগে গুরুত্বারোপ

ছবি : প্রতিদিনের সংবাদ

চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হংসহ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (২৮ এপ্রিল) তিন দিনের এক সফরে বেইজিং পৌঁছেই এ বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বৈঠকে উভয় দেশের মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের ধরনে মিল থাকায় সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও চীনের এই দুই মন্ত্রণালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ফলে উভয় দেশই লাভবান হতে পারে। এ ছাড়া বৈঠকে পানি শোধনাগার প্রকল্পসহ ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম চীনের হাউজিং অ্যান্ড আরবান-রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নি হংকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমণ করার বিষয়ে সম্মতিও দেন চীনের মন্ত্রী নি হং।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, কমার্শিয়াল কাউন্সিলর মো. মনসুর উদ্দীন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকারমন্ত্রীর একান্ত সচিব মো. নাসির উদ্দিন।

চীনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট-এর ডাইরেক্টর জেনারেল হু জিয়ান, ডিপার্টমেন্ট অফ ভিলেজ অ্যান্ড টাউনশিপ ডেভেলপমেন্টের ডাইরেক্টর জেনারেল নিয়ু জাং বিন, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং, এনার্জি, ইফিশিয়েন্সি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডাইরেক্টর জেনারেল মিস জাং ইয়ান, চায়না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রধান ম্যানেজার ফাং ইয়ান শুয়ি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের ডিভিশন চিফ লি জি, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং, ফিন্যান্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের প্রজেক্ট অফিসার লিউ জু।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close