ক্রীড়া প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৭

বাদ পড়ছেন সামারাবিরা

সাবেক লঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। গত সেপ্টেম্বরেই সামারাবিরাকে তামিমদের ব্যাটিং পরামর্শক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে রাখতে আর আগ্রহী নয় বিসিবি। তার বদলে নতুন কাউকে আনার কথা ভাবছে বোর্ড। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাবিরা প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘তার সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই চুক্তি ছিল। কিন্তু এখন আর তার সঙ্গে নেই।’

সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মার্ক ও’নিলের কথাই শোনা যাচ্ছে। এছাড়া ফিজিও নিয়েও বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে। কারণ বর্তমান ফিজিও থিহান চন্দ্রমোহন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ক্যাম্প চলমান থাকলেও সেখানে থাকতে পারছেন না থিহান। এ প্রসঙ্গে নিজাম উদ্দীন আরও জানান, ‘আমরা ইতোমধ্যেই থিহানের সঙ্গে কথা বলেছি। ও আহত থাকায় এই মুহূর্তে ক্যাম্পে যোগ দেওয়া ওর পক্ষে সম্ভব না। তবে ওর অপেক্ষায় নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি সে না পারে তখন আমরা নতুন ফিজিও খোঁজ করবো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist