ক্রীড়া ডেস্ক

  ২০ মার্চ, ২০২৪

আইরিশদের গুঁড়িয়ে সিরিজ আফগানদের

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। ইউরোপের দলটির বিপক্ষে ৫৭ রানে জিতেছে রশিদ খান অ্যান্ড কোং। সেই সঙ্গে কুড়ি ওভারের সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন রশিদ। চোট কাটিয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে মাঠে প্রত্যাবর্তন হয় তারকা ক্রিকেটারের। সিরিজ জিতলেও শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ রানে হেরে যায় আফগানরা। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে তুলে নেয় ১০ রানের জয়। তাই দুই দলের মধ্যকার তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিটা অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ১৫৫ রান জড়ো করে আফগানিস্তান। জবাবে আজমতউল্লাহ উমরজাই ও নাভিন উল হকের বোলিং তাণ্ডবে ৯৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২৩ বলে তিন চার এবং এক ছয়ের সাহায্যে সর্বোচ্চ ২৮ রান করেন কার্টিস ক্যাম্ফার। ১৯ বলে ২১ রান করেন গ্যারেথ ডেলানি। মাত্র নয় রানের বিনিময়ে চার ব্যাটসম্যানকে ফেরান উমরজাই। নাভিনের শিকার তিন উইকেট। ১০ রান খরচ করেন তিনি। এছাড়া ফজল হক ফারুকি, রশিদ ও খারোটি নেন একটি করে উইকেট। টস জেতা আফগানিস্তানকে এই পুঁজি এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম জাদরান। ৫১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। জাদরানের ইনিংসটা সাজানো ছিল পাঁচ চার এবং তিন ছয়ের মারে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। ২২ বলের মোকাবিলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মোহাম্মদ ইশাক। এছাড়া সাদিকুল্লাহ অটলের ব্যাট থেকে আসে ১৯ রান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close