ক্রীড়া ডেস্ক

  ০৭ মার্চ, ২০২৪

এমবাপে ভেলায় শেষ আটে পিএসজি

দুর্দান্ত কেনে বাঁচল বায়ার্নের স্বপ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে বায়ার্ন মিউনিখের ‘সবেধন নীলমণি’ হয়ে আছে। এখানেও সুতোয় ঝুলে গিয়েছিল বায়ার্ন মিউনিখের ভাগ্য। সব শঙ্কা উড়িয়ে শেষ ষোলোর দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন করল জার্মান জায়ান্টরা। অন্যদিকে বাভারিয়ানদের স্বপ্ন বাঁচিয়েছেন হ্যারি কেন। পরশু রাতে ফিরতি লেগে ইংলিশ স্ট্রাইকারের দারুণ নৈপুণ্যে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। এদিকে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে আট ম্যাচে এমবাপের গোল এখন ছয়টি। তার সমান গোল বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনেরও। কার্যত গোল্ডেন বুটের লড়াইটা হচ্ছে এ দুজনের মধ্যেই। শুধু ইউরোপিয়ান টুর্নামেন্টই নয়, ফরাসি ঘরোয়া ফুটবলেও দারুণ ছন্দে আছেন এমবাপে। পিএসজিতে বিদায়ি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ২৮ গোল করেছেন তিনি। দাপুটে এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল টমাস টুখেলের দল। বিদায় নিল লাৎসিও। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থাকায় এ যাত্রায় টিকে থাকল বায়ার্ন মিউনিখ। স্বপ্ন বাঁচানোর জন্য দলটির প্রধান কোচ ধন্যবাদ দিতে পারেন কেনকে। দলের তিন গোলের দুটিই করেছেন ইংলিশ এ ফরওয়ার্ড। অন্য গোলটি এসেছে টমাস মুলারের সৌজন্যে। যে কারণে প্রথম গোলের জন্য আধ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় বায়ার্নকে। অবশেষে ৩৮ মিনিটে স্বস্তির গোলের দেখা পায় স্বাগতিকরা। গোল করেন দলের প্রাণভোমরা কেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close