ক্রীড়া ডেস্ক

  ১৭ আগস্ট, ২০২২

জিদানের স্মৃতি স্মরণ করালেন নুনেজ

২০০৬ বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির সেন্টার ব্যাক মার্কো মাতারাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। এবার দীর্ঘদিন পর ফেলে আসা সে ঘটনার পুনরাবৃত্তি করলেন ডারউইন নুনেজ।

একই কাণ্ড ঘটিয়ে জিদানের পাশে থেকে গেলেন নুনেজ

পরিবারের সদস্যদের নিয়ে গালমন্দ করার কারণে সেদিন মাতারাজ্জিকে ঢুস মেরেছিলেন জিদান। নুনেজের মেজাজ হারানোর ঘটনাটাও বাজে মন্তব্যকে ঘিরেই। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস। অ্যানফিল্ডে প্যাটট্রিক ভিয়েইরার দলের বিপক্ষেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্ম দিয়েছেন স্বাগতিকদের তারকা স্ট্রাইকার নুনেজ। ম্যাচের ৫৬তম মিনিটের কথা। ক্রিস্টাল প্যালেসের সেন্টার ব্যাক জোয়াকিম অ্যান্ডারসনের সঙ্গে লেগে যায় নুনেজের। ধাক্কা দেওয়ার পাশাপাশি নুনেজকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা গেছে অ্যান্ডারসনকে। এরপর মেজাজ ধরে রাখতে পারেননি ২৩ বছর বয়সি ফুটবলার। তেড়ে গিয়ে মাথা দিয়ে ক্রিস্টাল প্যালেসের ড্যানিশ ডিফেন্ডারের মুখে আঘাত করেন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন অ্যান্ডারসন। অনুমিতভাবেই নুনেজকে সরাসরি লালকার্ড দেখিয়েছেন ম্যাচ পরিচালক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close