ক্রীড়া ডেস্ক

  ২৬ এপ্রিল, ২০২৪

পিএসজির অপেক্ষা বাড়াল মোনাকো

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পরশু রাতে লরিয়ন্টের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অপর ম্যাচে লিলকে ১-০ গোলে পরাজিত করেছে মোনাকো। মোনাকো পূর্ণ তিন পয়েন্ট না পেলে লরিয়েন্টের বিপক্ষে জয়ের পরেই ফ্রান্সের শীর্ষ লিগের চলমান মৌসুমের শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির।

মোনাকোর জয়ের কারণে লিগ শিরোপা উৎসবের অপেক্ষা বেড়ে গেল পিএসজির। পরের ম্যাচে মোনাকো পয়েন্ট হারালে ১২তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে জায়ান্টদের। ৩০ ম্যাচ শেষে টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ৬৯ পয়েন্ট। দুই নম্বরে অবস্থান করছে মোনাকো। পিএসজির সমান ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রেস্ট।

স্তাদে দে মোস্তোইরে ম্যাচজুড়ে শক্তির বিচারে পিছিয়ে থাকা লরিয়েন্টের ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে পিএসজি। ৬০ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১৫টি শট নেয় তারা। এর মধ্যে সাতটি লক্ষ্যে ছিল। বিপরীতে ১১ শটের মধ্যে ৬টি লক্ষে রাখতে পেরেছে স্বাগতিকরা।

ম্যাচের ১৯তম মিনিটে লরিয়েন্টের ডেডলক ভাঙেন উসমান ডেম্বেলে। প্রতিপক্ষের দুজনের বাধা ডিঙিয়ে দারুণ দক্ষতায় জালে বল জড়ান গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে আসা এ ফরওয়ার্ড। ?তিন মিনিট পর সতীর্থ নুনো মেন্ডেসের সহায়তায় ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এ দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারী দল।

৬০ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডেম্বেলে। ১৩ মিনিট পর লরিয়েন্টের হয়ে ব্যবধান কমান মোহামেদ বাম্বা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অতিথিদের হয়ে শেষ গোলটি করেন সাবেক মোনাকো তারকা এমবাপ্পে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close