ক্রীড়া প্রতিবেদক

  ০৬ মে, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আসন্ন জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১০ দলের অংশগ্রহণে বসবে এবারের আসর।

গতকাল রাজধানীর একটি হোটেলে নারীদের বিশ্বকাপের সূচি উন্মোচন করেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস। এছাড়া উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী দলের দুই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও নিগার সুলতানা জ্যোতি।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে দেখা করেন কৌর ও জ্যোতি। সেখানে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়।

১৯ দিনের এই টুর্নামেন্টে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

আসরে গ্রুপ ‘এ‘ তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার-১ থেকে আসা দল। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার-২ থেকে আসা দল।

টুর্নামেন্টের সূচি

৩ অক্টোবর : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা

৩ অক্টোবর : বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

৪ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

৪ অক্টোবর : ভারত বনাম নিউজিল্যান্ড, সিলেট

৫ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৫ অক্টোবর : বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ঢাকা

৬ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

৬ অক্টোবর : ভারত বনাম পাকিস্তান, সিলেট

৭ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

৮ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিলেট

৯ অক্টোবর : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৯ অক্টোবর : ভারত বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

১০ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

১১ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, সিলেট

১১ অক্টোবর : পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

১২ অক্টোবর : ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

১২ অক্টোবর : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা

১৩ অক্টোবর : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, সিলেট

১৩ অক্টোবর : ভারত বনাম অস্ট্রেলিয়া, সিলেট

১৪ অক্টোবর : ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

১৭ অক্টোবর : প্রথম সেমিফাইনাল, সিলেট

১৮ অক্টোবর : দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা

২০ অক্টোবর : ফাইনাল, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close