ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০২২

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাকর ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এবার আর ভাগ্যে জুটল না লিওনেল মেসির। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় যে নামই নেই সর্বোচ্চ সাতবার এই পুরস্কারের গর্বিত মালিক আর্জেন্টাইন মাহারাজার। ২০০৬ সাল থেকে প্রতিবার ব্যালন ডি’অরের তালিকায় থাকত মেসির নাম। আর ২০০৭ সাল থেকে তো সংক্ষিপ্ত তিনজনের তালিকায় তিনি থাকতেনই। ২০১৮ সাল ছিল শুধু ব্যতিক্রম। অন্যদিকে নারীদের বিভাগে ২০১৯ সালের রানারআপ লুসি ব্রোঞ্জ সংক্ষিপ্ত তালিকায় ইংল্যান্ডের ইউরো জয়ী দলের আরো দুজনের সঙ্গে ঠিকই জায়গা করে নিয়েছেন।

৩৫ বছর বয়সি মেসি বার্সেলোনা থেকে ফরাসি রাজধানী প্যারিসে গিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। আর সেটাই হয়ত তাকে এবার তালিকা থেকে ছিটকে দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে পুরস্কারের ফরমেটে যে পরিবর্তন এসেছে সেটাও হয়ত মেসিকে বেছে না নেওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে। এক ক্যালেন্ডার বছরে শুধুমাত্র সেরা খেলোয়াড়কেই পুরস্কারের জন্য মনোনয়নের একমাত্র যোগ্যতা হিসেবে আর ধরা হচ্ছে না। বরং ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ জয়ে তার ভূমিকা ও একইসঙ্গে ব্যক্তি হিসেবে আকর্ষণীয় চরিত্রের দিকটিও এবার পুরস্কার জয়ের জন্য বিবেচনা করা হচ্ছে যা আগে ছিল না। ২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছাড়াও পর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে কোনো সাফল্য এনে দিতে পারেননি মেসি। রিয়াল মাদ্রিদের কাছে শেষ ১৬ থেকেই প্যারিসের জায়ান্টদের বিদায় নিতে হয়। গত মৌসুমে পিএসজির হয়ে মাত্র ১৭ গোল করেছেন ৩৫ বছর বয়সি মেসি।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। পুরো মৌসুমে পিএসজির হয়ে নেইমার ২৮ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৩ গোল।

তবে ৩০ জনের তালিকায় জায়গা হয়েছে ম্যানইউর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। রেকর্ড ১৭তম বারের মতো ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো, তার চেয়ে বেশি আর কেউ পাননি ।

২০২১-২২ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার। যে কারণে এবারের ব্যালন ডি’অর জয়ে ফেবারিট রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারই। রিয়ালকে তাদের ইতিহাসে ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন বেনজেমা। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ গোল করেছেন। গত মৌসুমে লা লিগা জেতা রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।

ব্যালন ডি’অর জিতলে বেনজেমা হবেন এই পুরস্কার জয়ী ফ্রান্সের পঞ্চম ফুটবলার। তার আগে ফ্রান্সের খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতেছেন রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১) ও জিনেদিন জিদান (১৯৯৮)।

সম্প্রতি অইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের উয়েফা সুপার কাপের শিরোপা জেতা ম্যাচেও একটি গোল করেছেন বেনজেমা। এটি ছিল রিয়ালের হয়ে তার ৩২৪তম গোল। এই গোলে ক্লাবের সাবেক কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন বেনজেমা। আগামী ১৭ অক্টোবর ফরাসি ফুটবল ম্যাগাজিনের এই মর্যাদাকর পুরস্কারের বিজয়ীর নাম ঘোষনা করা হবে।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা : থিবোয়া কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বার্নার্ন্ডো সিলভা, লুইস দিয়াস, রবার্তো লেভানডফস্কি, রিয়াদ মাহারেজ, ক্যাসেমিরো, সন হিউং মিন, ফ্যাবিনহো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো, এন্টিনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, হুয়াও ক্যান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close