ক্রীড়া প্রতিদেক

  ২৫ নভেম্বর, ২০২১

আনুষ্ঠানিকভাবে টেস্টকে বিদায় মাহমুদউল্লাহর

টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে অনেক দিন ধরেই কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টেস্টে নামার আগে ক্রিকেটাররা গার্ড অব অনার দিয়েছিলেন তাকে। কিন্তু অবসরে বিষয়ে প্রশ্নে মাহমুদউল্লাহ এড়িয়ে গেছেন। এবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব) অনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মাহমুুদউল্লাহর ১২ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটল। নিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপদের সময় ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের দারুণ একটি ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটি বাংলাদেশ ২২০ রানে জিতেছিল। টেস্ট থেকে অনুষ্ঠানিক অবসরের বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যে সংস্করণে আমি এতদিন ধরে ছিলাম সেটা ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় যাওয়ার কথা ভেবেছিলাম এবং আমি বিশ্বাস করি এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’

৫০ টেস্টে মাহমুদউল্লাহ ৩৩.৪৯ গড়ে করেছেন ২৯১৪ রান। ৫টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৬টি ফিফটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close