ক্রীড়া ডেস্ক

  ২৪ আগস্ট, ২০১৯

হ্যাডলি-ভেট্টরির পরেই বোল্ট

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে একটানা প্রায় ৮ বছর হলো সার্ভিস দিয়ে যাচ্ছেন ট্রেন্ট বোল্ট। তার সুইং ও গতির তোপে প্রতিনিয়ত ঘাষেল হচ্ছেন বিশ্বের বাঘা-বাঘা সব ব্যাটসম্যানরা। টপাটপ উইকেট তুলে নেওয়ায় পারদর্শী বোল্ট এবার গড়লেন নতুন কীর্তি। তৃতীয় কিউই হিসেবে সাদা পোশাকে ২৫০ উইকেট শিকার করলেন তিনি।

গতকাল কলম্বোর পি. সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের ২য় দিনে এই মাইলফলক স্পর্শ করেন বোল্ট। ৬২ টেস্টে ২৪৯ উইকেট নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামেন ‘বজ্র বিদ্যুৎ’। বাঘা ব্যাটসম্যানদের ঘায়েল করতে যিনি অভ্যস্ত, মাইলফলক ছোঁয়ার দিনেও নিশ্চয় বাঘা কাউকেই বেছে নেওয়ার কথা! বোল্ট করেছেনও তাই। শুক্রবার প্রথম সেশনে সাবেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ৩০ বছর বয়সি পেসার। পূরণ করেন ২৫০ উইকেট। একটু বাদে কুশল পেরেরাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান ২৫১ তে।

বোল্টের আগে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে ২৫০ বা তার বেশি উইকেট দখলের কীর্তি যাদের, তারা তো ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা। একজন স্যার রিচার্ড হ্যাডলি, অপরজন বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। হ্যাডলি ৮৬ ম্যাচে ৪৩১ ও ভেট্টরি ১১২ টেস্টে ৩৬১ উইকেট শিকার করেছেন। বোল্টের ঠিক পেছনেই আছেন তার বন্ধুপ্রতীম সতীর্থ টিম সাউদি। ৬৭ ম্যাচে সাউদির শিকার এখন অবধি ২৪৭ উইকেট। চলতি টেস্টে তিনিও ২ উইকেট শিকার করেছেন। হয়তো ২৫০ উইকেট দখলের আরেকটি কীর্তি গড়ার সাক্ষী হবেন কলম্বোর দর্শকরা। হতে পারে সেটা আজই। তবে সেটা আজ না হলেও অদূর ভবিষ্যতে যে কিংবদন্তিদের কাতারে নাম লেখাতে চলেছেন ব্ল্যাক ক্যাপস পেস টুইন বোল্ট-সাউদি, এটা এক প্রকার নিশ্চিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close