ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

বার্সা ছেড়ে এভারটনে মিনা

গত জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন ইয়েরি মিনা। কিন্তু মাত্র ৮ মাসের ব্যবধানে ন্যু ক্যাম্প ছেড়ে গুডিসন পার্কে চলে এলেন কলম্বিয়ান সেন্টার ব্যাক। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দল বদলের শেষ দিনে ৩০.২৫ মিলিয়ন ইউরোতে মিনাকে দলে ভিড়িয়েছে এভারটন। সেই সঙ্গে দ্য টফিসরা ২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ধারে নিয়ে এসেছে মিনার সাবেক বার্সা সতীর্থ আন্দ্রে গোমেজকে। বার্সার জার্সিতে দুই বছরে মাত্র ৪৬ ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এ ছাড়া ব্রাজিলিয়ান উইঙ্গার বার্নাডের সঙ্গেও স্থায়ী চুক্তি করেছে এভারটন।

রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়াকে নকআউট পর্বে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিনা। কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ৩ গোল করেছেন এই ২৩ বছর বয়সী ডিফেন্ডার। তার মধ্যে আছে একটি ম্যাচ জয়ী গোলও। গত মৌসুমে বার্সা তাকে দলে ভিড়িয়েছিল ১১.৮ মিলিয়ন ইউরোতে। ৮ মাসের ব্যবধানে সেই দাম বার্সা তাকে বিক্রি করে লাভ করেছে ১৮.২৫ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ১৭৭ কোটি টাকা। মিনা এভারটনের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করার পর বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে ক্লাবটি সবকিছুর সঙ্গে লড়াই করতে চায়। এটা আমার জন্য চমৎকার একটি সুযোগ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close