ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০১৮

ফিফা র‌্যাঙ্কিং

পাঁচে নামল আর্জেন্টিনা

প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে এক গোলে জয় পেয়েছে ব্রাজিল। জয় পেলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বর্তমান বিশ^ চ্যাম্পিয়নদের টপকানো হচ্ছে না সেলেকাওদের। আগের মতোই জার্মানির পেছনে থাকতে হচ্ছে ব্রাজিলকে। গত ৮ মাস ধরে ফিফার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি জার্মানির দখলে।

আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। স্পেনের বিপক্ষে ড্র ও ব্রাজিলের বিপক্ষে হারার পরও শীর্ষে থাকবে জার্মানি। তবে প্রীতি ম্যাচে দুই জয়ের পরও দুইয়ে থাকতে হচ্ছে ব্রাজিলকে। এই দুই দল ছাড়া এর আগে অন্য দল শীর্ষ ছিল ১৩ মাস। ২০১৭ সালে শীর্ষস্থান দখলে ছিল আর্জেন্টিনার। এরপর তারা নেমে এসেছিল চতুর্থ স্থানে। প্রীতি ম্যাচে স্পেনের কাছে ৬-১ গোলে হারা হোর্হে সাম্পাওলির দল নেমে যাচ্ছে পঞ্চম স্থানে। ২০১৪ সালের পর এবারই প্রথম শীর্ষ চারের বাইরে চলে গেল আর্জেন্টিনা।

র‌্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে পর্তুগালেরও। নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এক ধাপ পিছিয়ে নেমে গেছে চতুর্থ স্থানে। তবে দুই ধাপ উন্নতি করেছে বেলজিয়াম। ব্রাজিলের পরে তৃতীয় স্থানটা নিয়ে নিয়েছে রবার্তো মার্টিনেজের দল।

আর্জেন্টিনার পরের স্থানটা দখল করেছে সুইজারল্যান্ড। এরপরেই শীর্ষ দশে আছে ফ্রান্স, স্পেন, চিলি, পোল্যান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist