সাঈদুর রহমান লিটন

  ১৬ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর ডাকে

মেঘ উড়ে যায় দূর আকাশে

স্বাধীনতার ভেলা,

বৃষ্টি হবে বৃষ্টি হবে

এমন করে খেলা।

একটু খানি বাতাস এলে

মেঘ উড়ে যায় দূরে

গৃহস্থ বউ হাসতে থাকে

বাড়ির অন্তঃপুরে।

স্বাধীনতার সুর শোনা যায়

সবার ঘরে ঘরে,

বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে

আমের মুকুল ঝরে।

মেঘের সাথে ঝরের সাথে

বঙ্গবন্ধু হাসে,

বঙ্গবন্ধুর ডাক শুনে তাই

স্বাধীনতা আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close