কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০২ মে, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল

ফেসবুকে ‘হা হা’ প্রতিক্রিয়ায় যুবক ছুরিকাঘাতে আহত

আহত যুবক স্বপ্ন দাশ (১৯)। ছবি: প্রতিদিনের সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে ‘হা হা’ প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) দেওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছে। বুধবার (১ মে) রাতে শ্রীমঙ্গলের কলেজ সড়কের একটি গেস্ট হাউজের পাশে এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম স্বপ্ন দাশ (১৯)। অভিযুক্ত তানভীর হোসেন শহরের কালীঘাট সড়কের এক ব্যবসায়ীর ছেলে। ঘটনা পর অভিযুক্ত তানভীর ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে স্বপ্ন দাশ ও তানভীর হোসেনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে স্বপ্নকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্বপ্নর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে তানভীর পালিয়ে যায়। আহত অবস্থায় স্বপ্নকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্বপ্ন দাশ জানান, বেশ কিছুদিন ধরেই তানভীর রাস্তাঘাটে আমাকে বিরক্ত করত। আমি সাইকেল নিয়ে বের হলে সে আমাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করত, মেসেঞ্জারে আমাকে গালাগালি করত। ফেসবুকে আমি একটা স্টোরি দেই, তাতে তানভীর ‘হা হা...’ রিয়েক্ট দেয়। এ নিয়ে তার সঙ্গে আমার তর্ক হয়। পরে সে আমার কর্মস্থল গ্রীনলিফ গেস্ট হাউজ থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে।’

আহত স্বপ্ন দাশের মামা ও গ্রীনলিফ গেস্ট হাউজের প্রতিষ্ঠাতা এস কে দাস সুমন বলেন, ‘ফেসবুকে তর্কের ঘটনাকে কেন্দ্র করে স্বপ্ন দাশকে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। তানভীর এর নেতৃত্ব দেয়। স্বপ্নর অবস্থা ভালো না, অনেক রক্তকরণ হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ছুরিকাঘাতের ব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,কমলগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close