বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ০২ মে, ২০২৪

খবর প্রকাশের পর

বেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল-জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

পাবনার বেড়া উপজেলায় কৃষি জমি থেকে উর্বর মাটি ও নদী থেকে বালি কাটার দায়ে তিনটি মামলায় এক লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় ও এক জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেল তিনটা থেকে ভোর চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেন।

এর আগে, গত সোমবার প্রতিদিনের সংবাদে ‘থানা এলাকায় সন্ধ্যার পর নামে এক্সকাভেটর’ শিরোনামে ছবিসহ একটি খবর প্রকাশের পর তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেড়া উপজেলার পৌর এলাকার পাম্পহাউজ ও ডাকবাংলো এলাকাসহ উপজেলার আমিনপুর থানা এলাকার গাংপাড় দাতিয়া গ্রামে আত্রাই নদীতে অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম জানান, ‘বেড়া পৌর এলাকা ও আমিনপুরে কয়েকটি স্থানে অবৈধভাবে রাতে এক্সকাভেটর দিয়ে কৃষি জমির মাটি ও বালি কাটা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেড়া,সাঁথিয়া,পাবনা,মাটি,কাটা,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close