মো. আলমামুন হোসেন
০৩ জুন, ২০২৩
মায়ের খোকন

হাঁটছে কেমন খোকন সোনা
চলছে ছোট্ট পায়ে,
ধরতে গেলে দৌড়ে পালায়
উদম খালি গায়ে।
মা যে খোকার পেছন পেছন
ডেকে হলো সারা,
চাঁদের কণা খোকন আমার
একটুখানি দাঁড়া।
মায়ের কথায় ছোট্ট খোকন
খিলখিলিয়ে হাসে,
খোকার হাসি মায়ের চোখে
মুক্তা হয়ে ভাসে।
খোকন যেদিন বড় হবে
পুরবে মনের আশা,
তাই না ভেবে মা যে খোকার
সুখে বাঁধে বাসা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন