প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ এপ্রিল, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল শেখের উদ্যোগে পৌরসভাধীন জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, ছাত্রলীগ সিরাজগঞ্জ পলিটেকনিক শাখার প্রচার সম্পাদক রিদম, ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সহসভাপতি মি আহমেদ আকাশ প্রমুখ।

ফ্যান বিতরণ

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দুঃস্থ-অসহায়দের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হড়রা গ্রামের নিজ বাসভবনে শতাধিক মানুষের মাঝে ফ্যান বিতরণ করেন বসুমিত গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবী (সিআইপি)। জেড এম গোলাম নবী বলেন, প্রথম ধাপে শতাধিক ফ্যান বিতরণ করা হয়েছে। আরও দুই ধাপে প্রায় ৫০০ মানুষের মাঝে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, আগুনিয়া পাড়ার রশিদ মেম্বার, আতিয়ার বিশ্বাস, দেবতলার সেলিম মেম্বার, লুতফর মেম্বার, দহকুলা গ্রামের মনিরুল মেম্বার, হরিণদিয়া গ্রামের গুডুম মেম্বার, কায়কোবাদসহ বসুমতি গ্রুপের ভলান্টিয়ার সদস্যরা।

প্রশিক্ষণ

কাউনিয়া প্রতিনিধি

রংপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় মাইগ্রেশন প্রোগ্রাম রেফারেল মূল্যবোধ নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ শেষ হয়। রংপুরের ৩টি উপজেলার প্রবাস বন্ধু ফোরামের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. খায়রুল হাসান, জেলা সাইকোসোশ্যাল কাউন্সিলর উম্মে খাদিজাতুল কোবরা, রংপুর সেক্টর স্পেশালিস্ট হুমায়ুন কবির, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।

মেলার উদ্বোধন

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পুরাতন চিন্তামন পশু মেলার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দেশের উপজেলার আলাদীপুর ইউনিয়নে চিন্তামন পশু মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল। মেলার উদ্বোধন শেষে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানসহ অন্যরা।

যুবকের মৃত্যু

তেঁতুলিয়া প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেচ পাম্পের তার মেরামতের সময় বিদ্যুৎ¯পৃষ্টে আরিফিন শাহীন মুরাদ নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া মল্লালজোত এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে তা মেরামত করার সময় এ ঘটনাটি ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ একটি ইউডি মামলা করেছে।

সমন্বয় সভা

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শাখার আয়োজনে মাসিক সমন্বয় সভা হয়েছে। শুক্রবার মিঠাপুকুর ক্যাথলিক চার্চের গীর্জা ঘরে এ সমন্বয় সভা হয়। এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি বাবলু টপ্য এর সভাপতিত্বে ও সহ-সভাপতি রনজিত কেরকেটা এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় উন্মুক্ত বক্তব্য দেন, এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল মিনজি, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্রাম টপ্যসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close