সবুজ আহমেদ

  ২৩ জানুয়ারি, ২০২১

সেদ্ধ ধানের সুঘ্রাণ

ভোরে কুয়াশায় মৃদু ধোঁয়া ওঠে

বাতাস বহে বেড়ায় পুষ্পের ঘ্রাণ

পীঠ পোড়া কৃষক খেতখামারে

স্বপ্ন সোঁদাগন্ধ ছুঁয়ে যায় গল্পচ্ছলে

আহা মাড়াইয়ে সেদ্ধ ধানের সুঘ্রাণ

রোদে পুড়ে চাতাল শ্রমিকের ঘাম

খুশির আমেজে প্রভুকে ডাকে চাষি

পুঁথিপাঠে বাউল, সোনারতরী বায় মাঝি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close