অভি দে শিবা

  ১৬ নভেম্বর, ২০১৯

হেমন্তে মাতোয়ারা

হেমন্তের আগমনীতে

ধন্য আজ ধরা,

এই নবান্নে দূর হবে

দুঃখ গ্লানি জরা!

মৃদু বাতাস চলছে বয়ে

সোনালি রোদ হাসে,

শালিক পাখি নৃত্য করে

শিশির ভেজা ঘাসে!

শিশু-কিশোর সবার তরে

এলোরে মধু মাস,

কৃষক মাঠে ফসল কাটে

গবাদি খায় ঘাস!

চারিদিকে খুশির আমেজ

সোনালি ধান মাঠে,

হেমন্তে প্রাণ মাতোয়ারা

কৃষক নাচে ঘাটে!

নবান্নতে সবার হৃদে

জাগল প্রেম ঢেউ,

পিঠাপুলির আসর জমে

দুখী থাকে না কেউ!

কুটুম আসে হৃদয় হাসে

সাথে আনেন পিঠা,

দুষ্টু খোকা বায়না ধরে

খাবে গুড়ের মিঠা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close