reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০২৪

ভাইরাল হওয়া মঞ্চে নাচের মূল ভিডিওটি কার (ভিডিও)

কনসার্টের মঞ্চে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে নাচানাচির একটি এনিমেশন ভিডিও গত দুই সপ্তাহজুড়ে বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ছবি জুড়ে দিয়ে অনেকেই সেই ভিডিও তৈরি করছেন। ভিডিওটি ভিগেল এআই ও ডিসকর্ড নামক দু’টি ওয়েবসাইট এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। সেখানে শুধু নিজেরই না অনেকেই বিখ্যাত অনেকে ব্যক্তিত্বদের নিয়েও মিম ভিডিও বানাচ্ছেন।

তবে ভিডিওটি দেখার পর অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এই ভিডিওর আসল ব্যক্তি কে? আসলে ভিডিওটি আমেরিকার জনপ্রিয় র‍্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য।

২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’–এ গেয়েছিলেন তিনি; সেই মঞ্চে ওঠার সময় ভিডিওটি করা হয়েছিল।

২০২২ সালের ২১ জুন লিল ইয়ার্টির ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ‘ভিউ’ হু হু করে বাড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি ৫ দশমিক ২ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।

গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ার্টি। ২০১৫ সালে প্রকাশিত তাঁর ‘ওয়ান নাইট’ গানটি শ্রোতৃমহলে আলোচিত হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close