বগুড়া প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

মন্ত্রীদের তৎপরতা

আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি অযৌক্তিক

- খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সরু চালের দাম কিছুটা বাড়ে, তা ফেব্রুয়ারি বা মার্চে। তবে আমন মৌসুমে ৫ থেকে ১০-১২ টাকা বৃদ্ধি কোনোভাবেই ঠিক নয়। দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গেলে ব্যবসায়ীরা একজন অন্যজনকে দায়ী করেন। তিনি বলেন, একে অন্যকে দোষ দিয়ে পার পাবেন না। স্থানীয় প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। আরো বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন, শেরপুর ইউএনও সুমন জিহাদী। উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম দুদু, গোলাম কিবরিয়া বাহার, শাহ আবুল কালাম আজাদ, নাহিদুল ইসলাম, ফরিদ আহমেদ মোল্লা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close