নিজস্ব প্রতিবেদক

  ০৭ জানুয়ারি, ২০১৯

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ৫ এমপি

প্রথমবার নির্বাচিত হয়েই একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাঁচজন সংসদ সদস্য। তাদের মধ্যে দুজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন। এর মধ্যে রয়েছেন সিলেট-১ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন। তিনি পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আইনজীবী শ ম রেজাউল করিম পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ ছাড়া ১৯ সদস্যের প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন বরিশাল-৫ আসন থেকে প্রথম নির্বাচিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জাহিদ ফারুক। তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর তিন সদস্যের উপমন্ত্রীর মধ্যে আছেন শরীয়তপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম এনামুল হক শামীম। তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে। আর শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close