নিজস্ব প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় ঐক্য গ্রাম পর্যন্ত বিস্তৃত করতে হবে : ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে; এই ঐক্য জেলা উপজেলা-গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে। আসন্ন

সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে দল-নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি জানান তিনি।

গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ইডেন কমপ্লেক্সস্থ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এই দাবি জানান। ড. কামাল বলেন, পরোয়ানা ছাড়া যে কোনো ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতারের জন্য পুলিশকে ক্ষমতা দিয়ে যে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে তা সংবিধানে দেওয়া মৌলিক অধিকার পরিপন্থী। তিনি অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, এডভোকেট এস এম আলতাফ হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close