reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০১৭

এইউর ব্যবসা প্রশাসন অনুষদে নতুন ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এ আর খান (আজিজুর রহমান খান) সম্প্রতি আশা ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে যোগ দিয়েছেন।

তিনি ৪৬ বছর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষকতা করেছেন। অধ্যাপক ড. এ আর খান একজন বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তা। বাংলাদেশে এন্ট্রাপ্রেনারশিপের ওপর তিনি প্রথম গবেষণাকারীদের অন্যতম। শ্রেষ্ঠ গবেষণামূলক কাজের জন্য তিনি ১৯৮৫ সালে এ আর হাওলাদার মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত হন। এছাড়া আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ম্যান অব দি ইয়ার ২০০২ পুরস্কারে ভূষিত হন। এ আর খানের প্রকাশিত রিসার্চ প্রতিবেদন ও আর্টিকেলের সংখ্যা ৬০টি। এছাড়া ব্যাংকিং ডিসিপ্লিনের উন্নয়নের ওপর ১২টি বই প্রকাশিত হয়েছ্। শিক্ষা জীবনে অধ্যাপক ড. এ আর খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist