reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২০

শাবির গবেষণা খাতে পূবালী ব্যাংকের আর্থিক অনুদান

গবেষণা খাতকে আরো সমৃদ্ধ করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পূবালী ব্যাংক কর্তৃক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক। চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এই অনুদান অতীতের মতো কার্যকরী ভুমিকা রাখবে।’ উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষনা টার্নএটইন সফট্ওয়ার দ্বারা পরীক্ষিত। এখানে প্লেগারিজম হওয়ার কোনও সুযোগ নেই। এসময় ২০২০- ২১ অর্থবছরে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিধ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মো. রাশেদ তালুকদার, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো.মশিউর রহমান খান, উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক শিবগঞ্জ শাখার ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদসহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close