reporterঅনলাইন ডেস্ক
  ০১ মে, ২০১৮

রাবিতে পিএইচডি সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের নতুন আট শিক্ষক পিএচডি ডিগ্রি লাভ সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সমাজ বিজ্ঞান সমিতি। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার আলী ইসলামের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের তিনটি দায়িত্ব আছে। আপনার পরিবারের স্বপ্নপূরণে কাজ করতে হবে। তবে ভেঙে পড়া চলবে না। বিপদে-আপদে বাঁকা পথে হাঁটা যাবে না। মনে রাখবেন আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন গোটা দেশেরে খেটে খাওয়া মানুষের পয়সা দিয়ে।’ এ সময় তিনি আরো বলেন, ‘এ দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আপনাদের প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে।’ এ সময় আরো বক্তব্য দেন অধ্যাপক মো. ফয়জার রহমান, বিজয় কৃষ্ণ বণিক, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, এসএম কায়েস, আমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist