reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০২৪

দেশের পথে এমভি আবদুল্লাহ

দেশের পথে রওনা হয়েছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির ক্যাপ্টেন আবদুর রশিদ।

কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে ৫৬ হাজার টন চুনাপাথর। মঙ্গলবার সকাল ৯টায় (বাংলাদেশ সময়) জাহাজটি পারস্য উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রম করছিল। আগামী ১২ বা ১৩ মে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছাবে বলে জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান এস আর শিপিং আশা করছে।

ক্যাপ্টেন আবদুর রশিদ বলেন, মিনা সাকার বন্দরের লাইম স্টোন লোড করা শেষে আমরা ২৯ এপ্রিল রাতে দেশের উদ্দেশে রওনা দিয়েছি। এ চুনাপাথর কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রবন্দরে নোঙর করে খালাস করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমভি আবদুল্লাহ,বাংলাদেশি জাহাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close