reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০২৪

মধ্যরাতে শেষ নিষেধাজ্ঞা

ইলিশ ধরার অপেক্ষায় জেলেরা

প্রতিনিধিত্বশীল ছবি

দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে মাছ শিকারে নামবেন জেলেরা। এরই মধ্যে সে প্রস্তুতিও শেষ করেছেন তারা।

মঙ্গলবার রাত ১২টায় শেষ হবে জাটকা রক্ষায় অভয়াশ্রম কর্মসূচি। জাটকা রক্ষায় গত ১ মার্চ থেকে চাঁদপুরের ৭০ কিলোমিটার নদীসহ দেশের ৫টি অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা ছিল। অভিযান সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য বছরের তুলনায় এ বছর কঠোর অভিযান হয়েছে। এজন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত মাছ শিকার করে সংসারের চাকা সচল করার আশায় বুক বাঁধছেন তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাটকা রক্ষা,ইলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close