reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০১৮

চবিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বরণ-বিদায় অনুষ্ঠানে ভিসি

সময়ের মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বরণ, বিদায় ও সাধারণ শিক্ষা সফর ২০১৮ চবি উদ্ভিদ বিজ্ঞান উদ্যানে ২০ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

উপাচার্য তার ভাষণে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বিদায়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থীরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে সম্মানিত শিক্ষকদের সান্নিধ্যে থেকে নিয়মিত ক্লাসমুখী ও লাইব্রেরি চর্চার মাধ্যমে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন, সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উপাচার্য বিদায়ীদের এ বিশ্ববিদ্যালয় থেকে লব্ধ জ্ঞান তাদের নিজেদের কর্মক্ষেত্রে সঠিক প্রয়োগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বাড়িয়ে তুলবেÑএটাই প্রত্যাশিত। তিনি বিদায়ীদের ভবিষ্যৎ জীবনের সফলতা প্রত্যাশা করেন। চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিভাগের প্রফেসর চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রফেসর ড. এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম আবদুল গফুর, প্রফেসর ড. মোকতার আহমেদ, প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সেলিনা আক্তার লিপা ও মিজানুর রহমান এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে সাইফুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম নিষাদ ও তাহেলী সানজানা। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওই বিভাগের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ও কর্মচারীকে উপহার সামগ্রী দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে ওই বিভাগের অনার্স কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সবশেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist