বাংলাদেশ মধ্যম আয়ের দেশের গৌরব অর্জন করায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়েছে। ২২ মার্চ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

  ২৫ মার্চ, ২০১৮

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে ডুয়েটে শোভাযাত্রা

আলোচনা অনুষ্ঠানে উপাচার্য এ অনন্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী দেশরত্নে শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ ছাড়া তিনি দেশের এ অর্জনকে অব্যাহত রাখার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপর দুপুরে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যের জন্য এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর উপাচার্যের পক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist