আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০২৪

গরমে বাড়ছে ফ্যান বিক্রি, দাম বেশি অভিযোগ ক্রেতার

আমতলীতে ইলেক্ট্রনিক্সের একটি দোকানে ফ্যান কিনতে আসা এক ক্রেতা -প্রতিদিনের সংবাদ

সারাদেশের মতো বরগুনার আমতলীতে দাবদাহে স্বস্তি পেতে ফ্যান কেনা বেড়ে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে ফ্যানের। তবে দোকানিদের দাবি পাইকারী দাম বাড়ানোর কারণে এ বছর ফ্যানের দাম বেড়েছে।

জানা গেছে, চাহিদা বাড়ায় আমতলীতে এসব ফ্যানের সংকট তৈরির পাশাপাশি গত বছরের তুলনায় প্রতিটি ফ্যানের মূল্য বেড়েছে আকার ও কোম্পানিভেদে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এতে দাম শুনে অনেকেই না কিনে চলে যাচ্ছেন। আবার অনেকে বাধ্য হয়ে বেশি দামেই কিনছেন। নানা ব্র্যান্ডের সিলিং ফ্যান ছোট বড় ও টেবিল ফ্যান ও এছাড়া চার্জার ফ্যান পাওয়া যাচ্ছে এসব দোকানে।

সরেজমিনে স্থানীয় বিভিন্ন ইলেক্ট্রনিক্সের দোকানে দেখা গেছে, চার্জার ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে চার্জার ফ্যানের চাহিদা তুলনামূলক বেশি। বাজারে বর্তমানে চার্জার ফ্যান বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।

ফ্যান কিনতে আসা সুমন রশিদ বলেন, একদিকে রৌদ্র ও ভ্যাপসা গরম তারপরে লোডশেডিং। বাসায় বাচ্চা আছে, তাদের জন্যই বাধ্য হয়ে ফ্যান কিনতে এলাম। প্রত্যেকটা পণ্যেরই দাম বেড়ে গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনার আমতলী,বেড়েছে ফ্যান বিক্রি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close