টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কারখানা ছুটি, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালীগঞ্জে এক পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের কারখানার মেডিক্যাল সেন্টারে এবং পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলার ভাদাত্তি এলাকায় হা-মীম ডিজাইন লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান জানান, সোমবার কারখানার এক শ্রমিক মারা যান। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে কারখানার ভেতর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে চার-পাঁচজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শারমীন বলেন, এ পর্যন্ত প্রায় ৬০ জন শ্রমিক এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকের শরীর দুর্বল, হার্টের সমস্যা ও শ্বাসকষ্টের রোগী। অনেকেই স্যালাইন দেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জামিল আহম্মেদ জানান, শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist