গাজীপুর প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

উপজেলা নির্বাচন: রিসোর্টে জনসমাবেশ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি : সংগৃহীত

গাজীপুরের একটি রিসোর্টে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জনসমাবেশের আয়োজন করায় প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে গাজীপুর সদর উপজেলার সাবাহ্ গার্ডেন রিসোর্টে ওই জনসমাবেশের আয়োজন করা হয়েছিল।

গাজীপুর জেলা প্রশাসনের এনডিসি ইশতিয়াক মজনুন ইশতি এই তথ্য জানান।

এনডিসি বলেন, শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলায় সাবাহ্ গার্ডেন রিসোর্টে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের পক্ষে জনসমাবেশ আয়োজন করেন তার সমর্থক মো. আক্তার হোসেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ লংঘনের দায়ে ওই আক্তার হোসেনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,উপজেলা নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close