reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২৩

ইডিসিএল সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ মার্চ ‘দুর্নীতির আখড়া এসেনসিয়াল ড্রাগস : সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শিরোনামে মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে এসেনসিয়াল ড্রাগস কো. লি.। প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি বলেছে, একটি প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয় এবং পর্যায়ক্রমে সেগুলোর জবাবও দাখিল করা হয়। তথ্যপ্রমাণের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তিও হয়। যেমন- গত ২০২০-২১ অর্থবছরের স্বাস্থ্য অডিট অধিদপ্তর কর্তৃক সরকারি নিরীক্ষায় প্রাথমিকভাবে ৫১টি অডিট মেমো ইস্যু করা হয়, যার মধ্যে ২৪/০৫/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত Seen & discussion সভায় ২৪টি অডিট মেমো নিষ্পত্তি করে চূড়ান্তভাবে ২৬টি অডিট আপত্তি Audit Audit Inspection Report-এর অন্তর্ভুক্ত করা হয়। যার মধ্যে ২৩টি ঝঋও এবং ৩টি ঘঙঘ ঝঋর আপত্তি। ঝঋ ও ২৩টি আপত্তির ব্রডশিট জবাব-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করা হয়। যার মধ্যে ১০টি আপত্তি নিষ্পত্তির সুপারিশ মন্ত্রণালয় কর্তৃক স্বাস্থ্য অডিট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে ও ১৩টি আপত্তির উপর পুনঃজবাব প্রদানের জন্য ইডিসিএলকে পত্র প্রেরণ করা হয়।

সরকারি নিরীক্ষা রিপোর্টের আপত্তিসমূহ নিষ্পত্তির কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, যার যথাযথ জবাব ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তিমূলক। এইরূপ একটি চলমান অনিষ্পত্তিকৃত বিষয় নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা না করে দায়িত্বশীল কোনো পত্রিকায় প্রকাশ করা গ্রহণযোগ্য হতে পারে না। কোনো মহলের ইন্ধনে বিভ্রান্তিমূলকভাবে উক্ত প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উক্ত বিভ্রান্তিকর তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণেœর হীন চেষ্টার প্রতিবাদ জানায় এসেনসিয়াল ড্রাগস কো. লি.। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close