প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ৬ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ স্বৈরাচার পতন দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

৭৩১ : সমরখন্দের তৃতীয় যুদ্ধ শুরু হয়।

১৪৯২ : প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিষ্কার করেন।

১৭৬৮ : বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৫৭ : কানপুরের যুদ্ধে কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়।

১৮৬৫ : যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।

১৮৭৭ : পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।

১৮৭৭ : বিজ্ঞানী টমাস আলভা এডিসন ফনোগ্রাফের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করেন।

১৮৯৭ : লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়।

১৯৫৮ : বিশ্বের সর্ববৃহৎ ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ টানেল তৈরির কাজ শুরু হয়।

১৯৭১ : দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর পাকহানাদার বাহিনী মুক্ত হয়েছিল।

১৯৭১ : ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।

১৯৯০ : বাংলাদেশে স্বৈরশাসক, জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতন ঘটে।

১৯৯২ : কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ ভেঙে দেয়। এই নিয়ে দাঙ্গায় প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়।

জন্ম

০৮৪৬ : হাসান আল আসকারি, সৌদি আরবের ইমাম।

১৭৩২ : ওয়ারেন হেস্টিংস, ভারতের প্রথম গভর্নর জেনারেল।

১৮২৩ : ম্যাক্স মুলার, ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

১৮৫৩ : হরপ্রসাদ শাস্ত্রী, বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।

১৯৫৬ : তারেক মাসুদ, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।

মৃত্যু :

৬৭২ : মুহাম্মদ আল-নফস আল-যাকিয়া, আরব বিদ্রোহী নেতা।

১৯২২ : মরমি সাধক হাসন রাজা।

২০১৬ : জয়ললিতা, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম পার্টির নেত্রী, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।

২০২০ : মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close