নিজস্ব প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০২১

বললেন মির্জা ফখরুল

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন, হিন্দু ভাইদের দুর্গাপূজায় কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত।’

তিনি আরো বলেন, ‘সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধবংস করতে চায় এবং স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারা সরকারের এজেন্সির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আসল জায়গা থেকে অন্যদিকে দৃষ্টি নেওয়ার জন্য ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে এখন গণতন্ত্রের সংকট। কথা বলার অধিকার নেই। আমাদের কোথাও দাঁড়াতে দেয় না। ভয়াবহ একটা ফ্যাসিবাদী দানবের মতো শাসন চেপে বসে আছে আমাদের ওপর। এসব ঘটনা ঘটিয়ে তারা জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়।’

সবাই এক হয়ে মানুষকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন নির্বাচন খেলা আর হবে না। সত্যিকার অর্থে যদি একটি নিরপেক্ষ নির্বাচন করতে হয়, আগে সরকারকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

সংগঠনের সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকার প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close