গাজীপুর প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৮

উত্তরায় উদ্ধার করা টোকান ও প্যারোট পাখি পেল বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঢাকার উত্তরা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ দুটি টোকান পাখি ও একটি ইকলেকটাস প্যারোট গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে র‌্যাব-১১। গত রোববার রাতে পাখিগুলো সাাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পার্ক কর্তৃপক্ষ জানায়, আগে এ সাফারি পার্কে টোকান পাখি ছিল না।

র‌্যাব জানায়, র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল ১৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের চার সদস্য জাহিদুল হাসান, খন্দকার বুলবুল ইসলাম, রফিকুল ইসলাম ও মো. মাসুদুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির দুটি টোকান পাখি এবং একটি ইকলেকটাস প্যারোট পাখি উদ্ধার করা হয়। উদ্ধার পাখিগুলোর মধ্যে দুটি টোকান পাখির দাম আনুমানিক ৩০ লাখ টাকা ও ইকলেকটাস পাখির আনুমানিক মূল্য ১ লাখ টাকা। পরে পাখিগুলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জ অফিসার মো. মোতালেব হোসেন জানান, রোববার রাতে পাখিগুলো হস্তান্তর করা হয়েছে। এর আগে এ সাফারি পার্কে প্যারোট থাকলেও টোকান পাখি ছিল না। পাখিগুলোকে পার্কে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close