প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ মে, ২০১৮

কালবৈশাখী ঝড়

গাছপালা ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি

গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় গতকাল সোমবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঝড়ে উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে অধিকাংশ এলাকার পাউবোর বাঁধ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাটোর : নাটোরে গতকাল সোমবার সকালে কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এ ছাড়ও বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ফেনী : ফেনীতে কালবৈশাখীর ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড হওয়ার পাশাপাশি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৭০-৮০ কিলোমিটার। ঝড়ের দাপটে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৯নং ওয়াডের্র বাসিন্দা সালেহ ড্রাইভার ও ঈসা পাটোয়ারীর বাড়িঘরের টিন উড়ে যায় বলে জানা গেছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের চালা ভেঙে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে প্রায় ৩০মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টির সময় ওই বিদ্যালয়ে প্রথম সাময়িকী পরীক্ষা শুরু হয়। ওই মুহূর্তে ঝড়ের কবলে বিদ্যালয় ভবনের উপরিস্থ টিনের চালা উড়ে লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ভাঙা চালার নিচে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist