চট্টগ্রাম ব্যুরো

  ১৫ জানুয়ারি, ২০১৮

চট্টগ্রামে শিশু অপহরণে ৩ জনের যাবজ্জীবন

শিশু অপহরণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোবাবর আট বছর আগে করা মামলার এ রায় দেন বিচারক মো. মোতাহির আলি।

দ-প্রাপ্তরা হলো, হারাধন নাথ, আবদুল আজিজ ও শেফালি বেগম । এদের মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের ১৫ জানুয়ারি ছেলের সঙ্গে নাস্তা করার কথা বলে চার বছরের শিশু রাকিব চৌধুরীকে নিয়ে যায় হারাধন। পরে শিশুটিকে চমেক হাসপাতালের সামনে ভাসমান আয়া শেফালী বেগমের কাছে বিক্রি করে দেয়। আবদুল আজিজের সঙ্গে মামলার বাদী মিসবাহুল ইসলামের পরিচয় ছিল। সেই সূত্র ধরে আসামিদের যোগসাজশে এ ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর ১৭ জানুয়ারি নগরীর বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়। ২০০৯ সালের ১৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর মধ্যে ছয়জন আদালতে সাক্ষ্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist