reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৮

কারাগারে শহিদুলের ডিভিশন বহাল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট শহিদুলকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের নির্দেশ দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

৫ সেপ্টেম্বর হাইকোর্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দির সুবিধা দিতে নির্দেশ দেয়। তাকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেদিন আদালত রুলসহ ওই নির্দেশ দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শহিদুল আলম,ডিভিশন,আলোকচিত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close