reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস

ভারতে দৈনিক মৃত্যু-সংক্রমণ কমছে

ভারতে কোভিডে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে। তবে, দৈনিক সংক্রমণ-মৃত্যু হার হ্রাস পেয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৫৮৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সেখানে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৬ হাজার ৩১৮ জন। সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন। ফলে, পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৩.০১ শতাংশ। মৃত্যু হার ১.৫৭ শতাংশ।

শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনায় বলি হয়েছেন ৩৫ হাজার ৭০০ জন মানুষ। সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৫১ হাজার জন। ধারাভিতে ফের বাড়ছে সংক্রমণ। অন্যান্য সংক্রমিত রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬ লাখ ৭৮ হাজার, তামিলনাড়ুতে ৫ লাখ ৮৬ হাজার, কর্নাটকে ৫ লাখ ৭৫ হাজার এবং উত্তরপ্রদেশে ৩ লাখ ৯০ হাজার জনের কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে।

আইসিএমআর জানিয়েছে, দেশে ৭ কোটি ৩১ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু একদিনেই ১১ লাখ ৪২ হাজারের বেশি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,করোনাভাইরাস,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close