reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০২৪

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা আরো কঠিন হচ্ছে

ফের শিক্ষার্থী ভিসায় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। অভিবাসন কমাতেই এই উদ্যোগ।

ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সর্বনিম্ন সঞ্চয় দেখাতে হয়, সেটির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বেশকিছু কলেজকে সতর্ক করা হয়েছে।

বুধবার অস্ট্রেলিয়া সরকার এসব তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, শুক্রবার থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তত ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার বা ১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে। গত সাত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এটি বৃদ্ধি করা হয়। অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল।

করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশ করে। ফলে দেশটিতে চাপ তৈরি হয়েছে। তাই অভিবাসীনীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ট্রেলিয়া,শিক্ষার্থী ভিসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close