reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০২৪

বিশ্ববাজারে পণ্যমূল্য কমার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক

চলতি ও আগামী বছরে বিশ্ববাজারে পণ্যের দাম নিম্নমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির হিসাবে চলতি বছরে বিশ্ববাজারে পণ্যের দাম সার্বিকভাবে ৩ শতাংশ কমবে। আর ২০২৫ সালে এসব পণ্যের দাম ৪ শতাংশ পর্যন্ত কম হতে পারে। এর ফলে দেশে দেশে মূল্যস্ফীতির চাপ কমতে পারে।

সম্প্রতি প্রকাশিত কমোডিটি আউটলুক প্রকাশ করেছে সংস্থাটি। এতে আন্তর্জাতিক বাজারে প্রায় ১০০ অতি প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য পণ্যের দাম আগামী দুই বছরে কতটা বাড়তে পারে বা কতটা কমতে পারে, সেই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

দাম কমতে পারে এমন ছয়টি উল্লেখযোগ্য পণ্য হলো—ইউরিয়া সার, কয়লা, এলএনজি, চিনি, গম ও ভুট্টা। আর দাম বাড়তে পারে জ্বালানি তেল, পাম তেল, সয়াবিন তেল ও তুলার।

বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৩ সালে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি সাড়ে ৮২ ডলার। চলতি বছরে তা বেড়ে ৮৪ ডলার হতে পারে। তবে আগামী বছর তা কমে ৭৯ ডলার হতে পারে। আগামী দুই বছর তুল বছর তুলার দাম বাড়বে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বব্যাংক,পণ্যমূল্য,বিশ্ববাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close