reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২২

হোটেল চাকরি থেকে চলচ্চিত্র নায়িকা ‘ঝুমা’ বৌদি

ছবি : সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঝুমা বৌদি খ্যাত মোনালিসা আজকের অবস্থানে আসা মোটেই সহজ ছিল না। অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে তিনি এই অবস্থানে এসেছেন।

‘দুপুর ঠাকুরপো’র ঝুমা বৌদি হয়ে মোনালিসা সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রুপালি দুনিয়ায় মোনালিসা নামেই বেশি পরিচিত। অভিনয় জগৎ ভোজপুরী নায়িকাকে মোনালিসা হিসেবে চিনলেও, তার আসল নাম অন্তরা বিশ্বাস। তার সাহসী চরিত্রে অভিনয়ের জন্য সবসময়েই আলোচনায় থাকেন মোনালিসা।

ভোজপুরীতে জনপ্রিয়তা পেলেও, তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছিল রিয়ালিটি শো ‘বিগ বস’। ওই শোয়ের সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন তিনি।

ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে নিজেকে সরিয়ে নিলেও, বিভিন্ন রকম সাহসী চরিত্রে নিজেকে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মোনালিসা। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন মোনালিসা। ভোজপুরীতে একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নজর কেড়েছেন মোনালিসা।

১৯৮২ সালের ২১ নভেম্বর কলকাতায় জন্ম মোনালিসার। বাবা শৈলেশ দুবে। মা উষা দুবে। কলকাতাতেই স্কুল এবং কলেজজীবন কেটেছে তার। পড়াশোনায় যথেষ্ট আগ্রহী মোনালিসার জীবনে নেমে এসেছিল বিশাল এক ঝড়। ১৯৯১ সাল। জীবন অন্য খাতে বইতে শুরু করে মোনালিসার। বাবার ব্যবসায় মন্দার কারণে মাত্র ১৫ বছর বয়সেই সংসারের ভার কাঁধে পড়ে তার।

সংসার চালাতে কাজের সন্ধানে নেমে পড়েছিলেন। জুটেও গিয়েছিল। একটি হোটেলে রিসেপশনিস্টের কাজ করা শুরু করেন তিনি। বিনিময়ে দিনে ১২০ রুপি পেতেন।

নাচ এবং অভিনয়ের শখ বরাবরই ছিল মোনালিসার। কিন্তু তার এই শখ নিয়ে অনেকেই মশকরা করতেন। কিন্তু তার সেই শখকে বাস্তব রূপ দিয়ে তবে হাল ছেড়েছেন মোনালিসা। ১৯৯৭ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান হিন্দি ছবিতে। ছবির নাম ছিল ‘জয়তে’।

হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পারছিলেন না মোনালিসা। আর সেই আলাদা পরিচিতি তৈরির লক্ষ্যেই এগিয়ে যান তিনি।

দিনরাত পরিশ্রম করার ফসলও হাতে হাতে পেয়েছিলেন মোনালিসা। সুযোগ এসে যায় ভোজপুরী ছবিতে অভিনয়ের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মোনালিসাকে। প্রথম ছবিই দারুণ সাফল্য পেয়েছিল। আর এখান থেকেই অন্তরা বিশ্বাস থেকে তিনি হয়ে ওঠেন মোনালিসা। একের পর এক ভোজপুরী ছবিতে সাফল্য পেয়েছেন। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ধীরে ধীরে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন মোনালিসা।

ভোজপুরী ইন্ডাস্ট্রির সুপারস্টার মনোজ তিওয়ারি, রবি কিশন এবং পবন সিংহের মতো অভিনেতার সঙ্গে কাজ করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন মোনালিসা। সবচেয়ে বেশি ছবি করেছেন পবন সিংহ এবং দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার সঙ্গে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেত্রী,ঝুমা বৌদি,ভোজপুরী নায়িকা,মোনালিসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close