এডনা সেন্ট ভিনসেন্ট মিল্যে

  ২৩ আগস্ট, ২০১৯

পুরুষ হওয়ার অবচেতন ইচ্ছা

আমার ছিল ছোট্ট বিষাদ

জন্মেছে ছোট্ট পাপ থেকে,

আমি পেয়েছিলাম স্যাঁতসেঁতে ঘর মনমরা

আর বন্দি করেছিল আমাদের সবাইকে;

আর, ‘ছোট্ট বিষাদ, কাঁদো’, আমি বলেছিলাম

‘আর ছোট্ট পাপ, ঈশ্বরের কাছে মৃত্যুর প্রার্থনা করো,

আর আমি মেঝের ওপরে শুয়ে ছিলাম

আর ভাবতাম কী বাজে অবস্থাতেই না আমি আছি!’

হায়রে আমার পুণ্য পরিকল্পনাÑ

এর কণা পরিমাণ মূল্যও নাই!

যতক্ষণ না বিষাদ সেই ঘরে এসেছিল,

আলোটি হয়তো জ্বলছিল!

আমার ছোট্ট বিষাদ হয়তো কাঁদেনি,

আমার ছোট্ট পাপ হয়তো ঘুমাচ্ছিলÑ

আমার আত্মাকে সঞ্চয় করে রাখতে পারিনি

আমার অমার্জিত মনের ওপর!

তাই সর্বাগ্রে আমি রাগে জ্বললাম,

আর একটা বই তুলে নিলাম,

আর আমার চুলের একটা ফিতা বাঁধলাম

এক গমণোদ্যোত বালককে খুশি করতে।

আর, ‘একটা ব্যাপার হলো পার হওয়ার কোনো সুযোগ নাইÑ

আমি একটি দুষ্টু মেয়ে ছিলাম’, আমি বললাম;

কিন্তু আমি যদি দুঃখিত হতে না পারি, কেন

তেমন আনন্দিতই বা আমি হব!’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close