reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০২৪

সারা টিজেলের তিনটি কবিতা

বাঙলায়ন : বীরেন মুখার্জী

আজ রাতে

বাঁকানো চাঁদটি সোনার ফুল,

নীলাকাশে দাঁড়িয়ে আছে;

চাঁদ নির্মিত হয়েছিল আকাশের জন্য

যেমন তোমার জন্য আমি;

চাঁদ একটি বৃন্তবিহীন ফুল,

আকাশও দীপ্তিমান;

তাদের জন্যই তৈরি হয়েছিল অনন্তকাল,

আর আমাদের জন্য এই রাত।

অপরিবর্তনীয়

এর পরিবর্তন হবে না এখন

এমনকি অনেক বছর পরও;

জীবন যাকে ভাঙেনি

বিচ্ছেদ কিংবা অশ্রুর সঙ্গে

তার মৃত্যু হবে না,

বেঁচে থাকবে তোমার জন্য

আমার সমস্ত গান

থাকব না আমি যখন।

নিঃসঙ্গ

নিঃসঙ্গ আমি, ভালোবাসা থাকা সত্ত্বেও,

এরপরও আমি দেওয়া-নেওয়া করি-

তোমার সমস্ত কোমলতা সত্ত্বেও

কখনো কখনো, বেঁচে থাকায় খুশি হতে পারি না।

আমি নিঃসঙ্গ, যদিও আমি দাঁড়িয়ে আছি

ক্লান্ত-ধূসর পৃথিবীর সর্বোচ্চ শিখরে

ঘূর্ণায়মান তুষার শুধু আমাকে জানে,

আমার ওপরে আছে অন্তহীন খোলা ছাদ;

যেখানে লুকিয়ে আছে পৃথিবী এবং স্বর্গ

যা শুধু আমার নিজস্ব আত্মার গর্ব

তাদের শান্তি থেকে আমাকে রক্ষার জন্য

তারা নিঃসঙ্গ নয়, মারা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close