reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০২৪

নাজমা বেগম নাজু

সাগর হয়েছে মরু

আকাশে বাতাসে

লাগালে যে আগুন-

সেটাই এখন কোটি গুণ হয়ে

তোমার জঠরে জ্বলে।

রাক্ষুসে রোদ

রোদের আগুন

সেও তো তোমার

চোখের তারায়,

ভস্মীভূত চোখের মনিতে

তবুও দানব তুমি,

তোমার ভয়েই শূন্যে মিলেছে

সাত নদী জল,

সাগর হয়েছে মরু।

এবার তোমার

হিসেব দেওয়ার পালা

ঠিক ঠিক বলো

বলো জীবন মেটাতে

কতটা পাহাড় সাগর অতল

অরণ্য নদ আগুনে পোড়ালে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close