reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০২৪

সোহেল মাজহার

উপনিষদ

শান্ত দীঘির জলে- জলের আবছায়া

অস্তগামী সূর্যে সন্ধ্যার লাল আবিরে

কিছু দ্বিধা- হাতছানি দেয় অশরীরী কায়া

যেন দেখা হলো বাঁকে সরযু নদীর তীরে...

মন্ত্রে যদি হও বশবর্তী ওগো কলাবতী

সূর্য গোলকে উছলে ওঠে নদী ও হিরণ্য প্রভা

গ্রহচক্রে এসে ধরা দেয় শনি ও বৃহস্পতি

তোমার স্তনযুগলেই রাতের ঘোর- মায়ার আভা।

যদি জলের আঘাতে বেঁকে যায়- জলের স্রোত

তুমিই আমার ছন্দ মহিমা- আমার উপনিষদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close