মৌলভীবাজার প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

অপহরণের ২০ ঘণ্টা পর ছাত্র উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলায় অপহরণের ২০ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় দিদার মিয়া নামের এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে এক পথচারী তাকে উদ্ধার করে। দিদার উপজেলার রশিদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মৃত আলেক মিয়ার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শ্রেণিকক্ষ থেকে মাদাসার খাবার রুমে যাওয়ার সময় বাইরে থেকে দু’জন লোক দিদারকে ডাক দিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে দেয়। তারা বলে ২০০ টাকা তোমার শিক্ষককে দিবা আর ১০০ টাকা তুমি নিবা। টাকা নিয়ে মাদরাসার দিকে যেতে চাইলে অপহরণকারীরা দিদারের মুখ চেপে কালো একটি গাড়িতে তুলে নিয়ে হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তার বাবার টাকা আছে কিনা জানতে চায় অপহরণকারীরা। নির্যাতনের একপর্যায়ে দিদার বলে আমার মা-বাবা নেই। আমি অন্যের বাড়িতে থেকে এতিমখানায় পড়ালেখা করি। পরে, অপহরণকারীরা দিদারকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়।

এ বিষয়ে মাদ্রাসাশিক্ষক হাফেজ আব্দুর রহমান বলেন, দুপুরের খাবারের ছুটি দেওয়ার ১০ মিনিটের মাথায় দিদারকে মাদরাসার ভেতরে পাওয়া যায়নি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর বিষয়টি তার অভিভাবককে জানানো হয়। গতকাল শুক্রবার সকালে তাকে পাওয়া যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist